অণুগল্প ।। বিবাহিত পুরুষের উচ্চতা ।। লিপিকর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

অণুগল্প ।। বিবাহিত পুরুষের উচ্চতা ।। লিপিকর

পুরুষ

বিবাহিত পুরুষের উচ্চতা

লিপিকর


মেয়েটির প্রণয়দৃষ্টি উপভোগরত ছেলেটি হাসিল, "ভাল  জুটিয়েছিলে!"

ব্রীড়া লহমায় বিদ্রুপে লুকাইল: "তাও যদি পাঁচ-পাঁচ না হতে !"

"আগে আমি পাক্কা ছফুট ছিলুম।"

"বাজে বোকো না!"

"সত্যি! তোমার ভয়ে কুঁকড়ে বেঁটে হয়ে গেছি!"

"তাহলে যাদের হাইট ছ'ফিট হয়, তারা কি আগে সাত ফিট লম্বা ছিল?"

"তা কেন?" ছেলেটি গুপ্ততথ্য ফাঁস করিল, "বৌরা রেগুলার ঠেঙিয়ে সোজা করে দেয় বলে পার্মানেন্টলি বেঁটে থাকে না।" অত:পর করুণকন্ঠে কহিল, "আমি কি সে'রকম? এমনিতেই বাধ্য, তোমার হুকুম শুনি, তোমার থেকে ভাল চা করি, আমাকে মেরে কী এক্সট্রা লাভ?"


বাক্যজালবিন্যাসকালে নিরাপত্তাসচেতন ছেলেটির দৃঢ়বদ্ধমুষ্টি তাহার উচ্চতা বজায় রাখিল। 


================


     অমিতাভ ঘোষ


     অনুজা', ৮৮/৬ ব্যানার্জি পাড়া লেন,
     
ঢাকুরিয়া, কোলকাতা - ৭০০০৩১

No comments:

Post a Comment