ছড়া ।। দুষ্ট লোকে দোষ দেখে না ।। সুজন দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

ছড়া ।। দুষ্ট লোকে দোষ দেখে না ।। সুজন দাশ

দুষ্ট লোকে দোষ দেখে না 

সুজন দাশ 

দুষ্ট লোকে কোনদিনও হয়না কাতর নিজের দোষে, 
অন্যের দোষ খোঁজে তারা ফুঁসতে থাকে কেবল রোষে!
অনুভূতি জায়গাটি তার চিরকালই থাকে ভোঁতা, 
বিবেক বোধে ভিজবে না সে রাগের নদী খরস্রোতা! 

বুঝতে চাইনি রাবণ কভু হয়নি নত রামের কাছে, 
রক্তলাশে ভাসে লঙ্কা রামায়ণে নজির আছে। 
বিভীষণকে বলে সবাই ঘরের শত্রু ওখান থেকে, 
তাঁর তো কোন দোষ ছিল না বুঝিয়েছিল ভাইকে ডেকে।

পদাঘাতে মাথার মুকুট ভরা সভায় ছুঁড়ে মারে, 
ভাইয়ের সঙ্গ ত্যাগ করেছে দোষ দেওয়া কি যায় যে তারে? 
দুর্যোধনের কথা ধরুন সে শোনেনি কারোর কথা, 
পিতা মাতা মন্ত্রিসভা - 'নেয়নি জ্ঞানের যথার্থতা! 

কৃষ্ণ স্বয়ং বোঝায় তারে কিন্তু সে দাম দেয়নি সেটা, 
রক্তক্ষয়ী যুদ্ধে নামে ইতিহাসের প্রমাণ এটা। 
জ্ঞানের কথা দুষ্ট লোকে কোনদিনও নেয়না মেনে, 
যুগ থেকে যুগ চলছে এটাই কষ্ট পাই না ওটা জেনে। 

অহং তারে অন্ধ করে হয় না তারা তাইতো নত, 
নইলে যে সের কেমনে পুরায় পাপের বোঝা বাড়বে তত? 
সত্য এটাই পাপ কখনো কয়না কথা বাপকে ছেড়ে, 
পতন তারে টানবে ঠিকই যখন সেটা যাবে বেড়ে।

=================
সুজন দাশ 
আটলান্টিক সিটি, নিউজার্সি, 
যুক্তরাষ্ট্র।

No comments:

Post a Comment