কবিতা ।। আষাঢ়স্য প্রথম দিবসে ।। উৎপলেন্দু দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। আষাঢ়স্য প্রথম দিবসে ।। উৎপলেন্দু দাস

আষাঢ়স্য প্রথম দিবসে 

উৎপলেন্দু দাস


হে জলভারে নত মেঘ এসো শ্যামল ছায়া বিছিয়ে
দিগন্ত বিস্তৃত নীলাম্বর মাঝে সূর্যের আলো দমিয়ে
ধরণী পিপাসিত গভীর তৃষ্ণায় খররৌদ্রের দহনে
ঝরুক সানন্দ বারিধারা মেঘমল্লার উঠুক বেজে
নাচুক ময়ূর ছন্দে ছন্দে মনোরম পেখম সাজিয়ে ।

হে মেঘ অবসান হোক এই দীর্ঘ বিরহ প্রতীক্ষার
উত্থান ঘটুক সমুদ্র গর্ভে,ধরিত্রী মাতার
আকাশ সাজিয়ে দিও তোমার অপূর্ব আলপনায়
এসো নবদূর্বাবাদলশ্যাম, মঞ্জরী যত  বীজাকারে 
শ্রীরাধার আকুলতায় অপেক্ষারত তোমার  ।

হে মেঘ ভেসে যাও তুমি ভালোবেসে দেশে দেশে
সপ্তসিন্ধুর বারতা নিয়ে শুভ্র তুষারের দেশে
মৃত্তিকা সিঞ্চিত শিহরিত স্নিগ্ধ ধারাপাতে
সৃষ্টি আবহমান মুগ্ধতায় চেয়ে রয় তোমার পানে
প্রকৃতি উদ্বেলিত তোমার ভরসায় আশ্বাসে ।

হে মেঘ যাত্রাপথে করো অকৃপণ বর্ষণ 
হয়ো না অমলধবল বলাকা দিও কৃষ্ণ দর্শন
কোরোনা বঞ্চিত তোমার কৃপা হতে
আকাশের জলে হোক ধরিত্রীর গর্ভ পূর্ণ 
কল্লোলিত নদীপাড়ে শস্যক্ষেত্রে হোক হলকর্ষণ।


================
 

ডাঃ উৎপলেন্দু দাস
ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০

No comments:

Post a Comment