বাবার ছড়া ছন্দে গড়া
সপাং সপাং পিঠে,
মাথার ওপর ছাতা হয়ে
থাকেন কড়া মিঠে।
বাবা আমার সারা জীবন
মাথার ওপর ছাতি,
গায়ের লোনা ঘামে জ্বালান
আঁধার ঘরের বাতি।
মানুষ হবার মন্ত্র শোনান
বাবা হাসি মুখে,
মন্ত্র জঁপে জীবন গড়ি
বেঁচে থাকার সুখে।
————————
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র
No comments:
Post a Comment