কবিতা ।। স্বার্থের পৃথিবী ।। মোহিত ব্যাপারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। স্বার্থের পৃথিবী ।। মোহিত ব্যাপারী


স্বার্থের পৃথিবী

মোহিত ব্যাপারী 



পৃথিবীটা শুধুই স্বার্থের।
ক্ষুধার্ত বাঘের শিকারের আয়োজন।
তাই সে হরিণের পিছনে ছোটে।
হরিণ জীবনের তাগিদে ঊর্ধ্বশ্বাসে ছোটে।
গ্রীষ্মের দাবদাহে প্রাণের তীব্র পিপাসা।
জলের কাছে ছুটে যায় প্রাণ।
পিপাসার নিবৃত্তি শেষে বাকি অপচয়।
জল থেকে উঠে আসে প্রাণ।
নিজেরই প্রয়োজন মেটাবে বলে মানুষও ভালোবাসে।
প্রয়োজন শেষে কাঁদা ছোড়ে গায়ে।
কেউ মনে রাখেনা ভালোবাসা উপকার।
সবাই তোমায় কি দিয়েছে বিনিময়ে কি পায়নি 
তার হিসেব লিখে রাখে তেজারতি খাতায়।
একদিন সুদসহ আদায় করে নেবে ঠিক সব।
যতই ভালোবাস যতই নিজেকে বঞ্চিত কর
নিজেকে উজাড় করে অন্যকে ভাল রাখ যতই
না পাওয়ার হিসেবের খাতাটা উন্মুক্ত হবে একদিন।
স্বার্থের কষাঘাতে বাকরুদ্ধ হবে তুমি।


======================
                           ( MOHIT BAPARI ) 
                  VILL - NORTH KANCHDAHA
                  PO - KANCHDAHA
                  DIST - NORTH 24 PARGANAS

No comments:

Post a Comment