কবিতা ।। আভা ।। সুবিনয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। আভা ।। সুবিনয় হালদার

বাংলার জীবন

আভা

সুবিনয় হালদার


তুঁষের আগুন নিভে গেছে কালের স্রোতে
স্বর্ণ শিষে বর্ণ বিষে করুণ বাঁশি বাজছে, 
স্বরূপতা লুকিয়ে রাখে ভিন্নতায় অরূপ
ওরে ও-পবন ত্রিনয়ন মেলে রুদ্র নাচন
দশাবতার চতুর্দিকে বলির পাঁঠা খুঁজছে ;
পাতাল লোকে হাহাকারে প্রহসনে ধুঁকছে!

কায়ায় ভরা কাদা মাখা জনতার দূত
সুপ্ত মনে ভয়কে পুষে দেখায় বাহাদুর ;
জনার্দনও জাগছে জেনো-
পূব আকাশে শিউলি আভা ফুটছে
অর্থ কাতর পদধ্বনি স্ব-মূলে ডুবছে ।

--------------------
চিত্র-সৌজন্যঃ আনন্দবাজার
============
সুবিনয় হালদার
গ্রাম - দৌলতপুর
পোষ্ট - দিঘিরপাড় বাজার
থানা - ফলতা
জেলা - দক্ষিণ ২৪ পরগণা
পিন - ৭৪৩৫০৩

No comments:

Post a Comment