কবিতা ।। স্মৃতির বিস্তার ।। রবিন বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। স্মৃতির বিস্তার ।। রবিন বিশ্বাস


স্মৃতির বিস্তার

রবিন বিশ্বাস



নির্জন দৃশ্যের ভেতর যাই থাকুক না কেন অনায়াসে সেসব এড়িয়ে যাওয়া যায় না ।

তপ্ত দুপুরে কাউকে কথা দেওয়া বোধ হয় সমুচিত নয় এই ভেবে যে  - নির্জনতার রঙ কতদূর ছড়িয়ে পড়ে কে জানে!

নিজের জন্মের ভেতর যত খুশি খনন করনা কেন পরিশেষে যা ফল পাবে তাতেই সন্তুষ্ট থাকা শ্রেয় বলে মনে হয়।

তবুও এ হৃদয় মন জুড়ে  সতত এক  বিস্ময়ের মোহ আমাদের বিচলিত করে  বোধি লাভের পথকে আরও সহজ করে।

==============

রবিন বিশ্বাস
বলাগড়, হুগলি
পিন কোড -৭১২৫০১



 

No comments:

Post a Comment