হেমন্ত মুখোপাধ্যায় : জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ।। উজান ব্যানার্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

হেমন্ত মুখোপাধ্যায় : জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ।। উজান ব্যানার্জি

হেমন্ত মুখোপাধ্যায় ঃ জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি 

উজান ব্যানার্জি


আজ ১৬ই জুন। গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন।

'কোন এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো'--
গান শুনে আমাদের শৈশব শুরু। কৈশোর শুরু হয়
 'ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হল সাথী,'  শুনে। 
বুঝতে শিখি 'নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড় '।
যৌবনে পা ফেলি-- 'এ পথ যদি না শেষ হয়, তবে কেমন হত তুমি বলোতো?'সেই মন মাতানো মিষ্টি সুরে। তারপর? তারপর 'দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে '।

জীবন এগিয়ে চলে নতুন পথে --
'রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে.... রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?'।
সেই ছোটা শুরু--'আমি যাযাবর কুড়োই পথের নুড়ি, হাজার জনতা যেখানে, সেখানে আমি পথে পথে ঘুরি '--সে ঘোরা উজান বেয়ে আজ গোধূলির ঘাটে এসেও সেই কণ্ঠ আজও জড়িয়ে থাকে এক অদ্ভুত মাদকতায়।

 আনন্দে-বিষাদে, হতাশায়-উল্লাসে, নিঃসঙ্গতায়-উৎসবে তার কণ্ঠ এক আশ্রয়।
আগামী পৃথিবী নিশ্চয়ই কান পেতে তার গান শুনবে।

কবিতা।।

চিরবসন্ত ---হেমন্ত ॥

আষাঢ় এর প্রথম দিনে
জন্ম নিল মেঘ কণ্ঠ,
সুরের আকাশে শুকতারা,
ভরিয়ে দিল আদিগন্ত।

ঝড় তুলল নগর বাউল 
ভাঙে দেউল অক্লান্ত 
গড়ে তোলে নতুন মিনার 
নতুন উচ্চারণ মন্ত্র।

দুয়ারে দাঁড়িয়ে যোগী 
গেয়ে যায় গান অনন্ত 
আনন্দ বিষাদ ভালোবাসা 
সাজিয়ে রাখে জীবন্ত।

বেহাগ যায় ইমন হারায় 
যদি নাও ফিরে বসন্ত 
গানের স্বরলিপিতে লেখা 
থাকবেই চিরকালের হেমন্ত।।

No comments:

Post a Comment