কবিতা ।। কিছু কি ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। কিছু কি ।। প্রতীক মিত্র

ছায়া

কিছু কি

প্রতীক মিত্র


কিছু কি বলার রয়ে গেল বাকি?
আক্ষেপ? দীর্ঘশ্বাস…কিছু অবশেষ?
প্রশ্নের সংখ্যা আরো বেড়ে গেলে পর…
রাস্তায় অচেনা আলো-আঁধারে উন্মেষ।
নিজের চেয়ে দীর্ঘ ছায়ার সাথে রেষারেষিতে তৎপর।
স্মৃতির সীমান্ত থেকে এখন অবদি সঞ্চয়ের টুকিটাকি :
বোঝাপড়ার পাঠ, কিছু সহজ সোপান, ইতিবাচকের ছদ্মবেশ।
মুখোমুখি বসার ছুতো, পটভূমিতে আগন্তুকগড়;
আখ্যানের অধ্যায় থেকে অধ্যায়ের দূরত্ব কাদামাটি মাপে,
আলাপচারিতার তবু যেন জংলা ঘাস চোখ এড়ায় উত্তাপে।
স্মৃতির সীমান্ত থেকে এখন অবদি সঞ্চয়ের টুকিটাকি:
বোঝাপড়ার পাঠ, কিছু সহজ সোপান, ইতিবাচকের ছদ্মবেশ।
রাস্তায় অচেনা আলো-আঁধারে উন্মেষ।
কিছু যেন তবু বলার রয়ে গেল বাকি।

No comments:

Post a Comment