কবিতা ।। ভাত দাও চাইনে ভাতা ।। তন্ময় অধিকারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। ভাত দাও চাইনে ভাতা ।। তন্ময় অধিকারী

তর্জনী

ভাত দাও চাইনে ভাতা

তন্ময় অধিকারী


আঙুলে কালি লাগিয়ে,
উচ্ছ্বসিত পরান কাকার অঙ্গীকার,
দাদাকে জেতাবে|

যন্ত্রের বিপ্ শব্দের তালে,
নৃত্য পরিবেশন করা রহিম আলির দাবী,
দিদি জিতে যাক|

জয় হল চিহ্নের,অশিক্ষার কালো আঁধারে,
ডুবে হাঁসফাঁস করছে শিক্ষিত বেকার|
স্বাস্থ্য বেসরকারী হাসপাতালে দাড়োয়ান|
দূনীতির ফিল্টার জলে ভাসছে প্রশাসনের হাঁস|

জোগাড় হোক ভাত,চাইনে ভাতা|
স্লোগান উঠুক।


============

Tanmoy Adhikary
vill+po -komarpur
PS -ketugram
Dist-Purba bardhaman
pin-713129


No comments:

Post a Comment