কবিতা ।। প্রকৃতির আক্ষেপ ।। প্রবীর বারিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। প্রকৃতির আক্ষেপ ।। প্রবীর বারিক

air polution

প্রকৃতির আক্ষেপ

প্রবীর বারিক


মানুষ তুই সর্বভূক 
সবকিছুই খেয়ে নিলি
জল - বায়ু- মাটি - আলো 
এদেরকেও ছাড়লিনি।
গোটা দুনিয়া তছনছ করে
আমাকে করিস রুষ্ট 
নিজের দোষটা রাখলি ঢেকে
তুই তো ভারী দুষ্ট।

নিজেকে বলিস সর্বসেরা
ব্রহ্মান্ডের নিয়ন্তা 
ঝড়বৃষ্টির আভাস দিস 
তুই হলি সব জান্তা।
আমার প্রিয় পরিবেশটা
ধোঁয়ায় পূর্ণ দূষণ
তুই এক দুঃশাসন
হরণ করলি আমার ভূষণ।

সবুজ বনানী করলি নিধন
জলাভূমিও ভরিয়েদিলি 
রাসায়নিক সার প্রয়োগে
মৃত্তিকায় বিষ মেশালি।
প্রাকৃতিক যত সম্পদ ছিল
সবই করলি আত্মসাৎ
গ্রীন হাউস ছড়িয়ে দিয়ে
নির্মল বায়ু করলি আঘাত।

খরা,বন্যা,ঝড়বৃষ্টি,ভূমিকম্প
বজ্রপাতও আসলো নেমে
নিজের দোষেই দোষী তুই
আত্মলোলুপ এই ধরাধামে।
তুষার মেরুর বরফ গলে
ডুববে তোর সৃষ্টি
ঘোর বিপদে মন্বন্তর
আগুন চোখা দৃষ্টি।

ভৌমজলকে নির্বিচারে 
করেগেলি তুই অপচয়
ভবিষ্যৎ পরিনামকে
করলি নারে একটুও ভয়।

ভারসাম্য হারায় ভয়ানক ভাবে
প্রকৃতি সৃষ্ট পরিবেশ
যেন এক উল্টানো পিরামিড
স্খলিত শৃঙ্খলা ধীরে ধীরে নিঃশেষ।

সময় থাকতে শুধরে যা
শপথ নে টিকিয়ে রাখবি প্রকৃতি মা।

তবেই সব পাবি পরিবেশ
বাঁচার মুক্ত সংস্থান।
নবজাতকের জন্য ত্যাগ 
মুক্তহস্তে বৃক্ষদান
প্রতিহত কর মৃত্যুবাণ
রক্ষা কর প্রকৃতির মান।

No comments:

Post a Comment