কবিতা ।। এসো বর্ষা ।। বন্দনা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। এসো বর্ষা ।। বন্দনা পাত্র

এসো বর্ষা 

বন্দনা পাত্র 

============

মেঘের বাড়ি অনেক দূরে রোদজ্বলা এই দুপুর পারে,
 জীবন গেল কঠিন ঘোরে এমন দাবদাহে......
জৈষ্ঠ্য তুমি হেঁটে বেড়াও কোন্ সে পোশাক পরে?
মেঘের বাড়ির উজান স্রোতে আসবে কবে বর্ষা নিয়ে?

এসো বর্ষা তুমি আষাঢ় হয়ে,যেমন করে মুষলধারে 
বৃষ্টি দাও আমার ঘরে ,আগুন নেভে ফুল ফোটে রে 
রোদজ্বলা সেই দুপুরগুলো তখন অনেক দূরে...
                              অনেক দূরে দূর শহরে।

পানকৌড়ি ডুব দেয় আর কদম গাছের ফুলগুলো সব গন্ধ ছড়ায়
তুমি তখন নাটক লেখো প্রকৃতির ঐ রঙ্গশালায়...
বর্ষা এসে আমার কাছে দু হাত বাড়ায়
বলে যেন,এসো ও রমণী চোখে তুমি বৃষ্টিপ্রেমে 
অঝোর ধারায় ঝরাও কেন?এই বর্ষায় নৃত্য করো।

মিষ্টি সুরে রিমঝিম্ ঝিম্ গান বেঁধেছ ও বর্ষা এসো
উঠান পানে,
তোমার সাথেই নৃত্য করি সাতসমুদ্র তেরো নদী পার করে।
বৃষ্টি তুমি ফুল ছুঁয়ে রোজ মেঘের কথা বলে যাও?
খেয়ালি মেঘ কখন যেন বোশেখ মেঘের ভাসায় নাও।

এই আষাঢ়ের মধ্যযামে কালিদাসের কাব্য পাঠে 
রসের রসে মন ডুবিয়ে বৃষ্টির শব্দ তখন মাঠে ঘাটে।
রোদ-কথাদের গল্প গুজব ভিজিয়ে দিল বর্ষা এসে,
রাতদুপুরে আষাঢ়ের নীড়ে পেলাম তোমায় পাশে।।

No comments:

Post a Comment