Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

গল্প ।। অমল আলোয় ।। বিজয়া মিশ্র

অমল আলোয়

বিজয়া মিশ্র


আমরা পাঁচ বন্ধু অফিস ফেরত বেরোলাম পুজোর মার্কেটিং করতে। আমরা মূলত শাড়ি, সালোয়ার কেনার জন্যই বেরোলাম। সাহানা বড্ড হুজুগে।একের পর এক দোকানে গিয়ে ঢুকছে। কিছুক্ষণ যেতে না যেতেই ওর দুটো হাত প্রায় ভ'রে গেল।ড্রাইভারকে দিয়ে আবারও কিনলো অনেককিছু। আমরা একটু অবাক,পয়সা থাকলেই অপব্যায় করতে হবে নাকি। কেবলই ছোটদের শোরুমে গিয়ে মেয়েদের জুতো, জামা, শালোয়ার, টপ কিনছিল সঙ্গে কয়েকটা শার্ট,শাড়ি-বাপরে! যতদূর জানি ওর বিয়েটা কী কারণে যেন ভেঙে গিয়েছিল, মায়ের সঙ্গে থাকে, তবু এত কেনাকাটা...! আজ ও আমাদের কয়েকজনকে নেমন্তন্ন করেছে।বেশ কিছুদূর গিয়ে ড্রাইভার একজায়গায় গাড়ি থামাতেই সাহানা আমাদের নামতে বলল। একটি বারান্দা ঘেরা সুন্দর বাড়ি, নাম "কুঁড়িদের খেলাঘর।"সামনেই মঞ্চ বাঁধা। বাৎসরিক সাংস্কৃতিক ও সম্বর্ধনা অনুষ্ঠান। ছোট্ট ছিমছাম আয়োজন। পেছনে একটি চারতলা বাড়ি।কলিংবেল দিতেই দারোয়ান দরজা খুলে স্বাগত জানালো। ভেতরে গিয়ে আমরা হতবাক। ছিমছাম,পরিপাটি।বুঝতে পারছি সাহানার নিজের বাড়ি নয়, চারিদিক ছোটদের জন্য সাজানো বিছানা,ডেক্স,আলনা, লেখাপড়ার উপকরণ। দেওয়ালে অপটু হাতে গাঢ় রঙের ছবি-পশুপাখি,জঙ্গল,নদী,পাহাড়,সূর্যোদয়...। অস্ফুটে বলে উঠলাম "কী সুন্দর!"  সম্বিত ফিরলো শিশুকন্ঠের কলতানে।অনেকগুলো শিশুকন্যা ছুট্টে এসে সাহানাকে জড়িয়ে ধরে কলকল করে কত কথা বলছে। তাদের  অনেকেই নাটকের সাজে তৈরি।সাহানা মাটিতে হাঁটুমুড়ে বসে জড়িয়ে ধ'রেছে ওদের।মাথায়,গায়ে হাত বুলিয়ে,আদর ক'রে বলল "আজ কিন্তু  খুব ভালো করে...। " কী উৎফুল্ল লাগছিল ওদের। সাহানা বলল "আজ সবার জন্য উপহার আছে।"সাহানাকে নিয়ে একটু আগের ভাবনাগুলো আচম্বিতে হোঁচট খাওয়ায় সামলে নিতে সময় লাগলো একটু। আমরা এতক্ষণ হতবাক হয়ে দেখছিলাম সবকিছু। বাকি সবাই এ ওর মুখের দিকে চেয়ে ওর এতদিনের রহস্যময় জীবনের দ্বারোদ্ঘাটনে ব্যস্ত। অনুষ্ঠান শুরু হতেই চমক। উপস্থিত প্রধান অতিথির ভাষণে আমরা হতবাক।বিয়ের সময় পণের বিরোধীতা করে নিজেই বিয়ে ভেঙে দিয়েছিল সাহানা, ছুঁড়ে ফেলে দিয়েছিল লগ্নভ্রষ্টার তকমা। তার পর নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই, সেখানে ও সফল ... ।অবশেষে মায়ের উৎসাহে অনাথ মেয়ে শিশুদের আশ্রয়দাত্রী।শুধু তাই নয় ওদের প্রতিভা বিকাশের লড়াই।প্রত্যেকে যাতে সমাজের মুখ হয়ে আত্মপ্রকাশ করতে পারে সেই লড়াই...একের পর এক  অবাক করা উপস্থাপনায় আমরা বিস্মিত ।বারে বারে চা,কফি সার্ভ করলেও আমরা উৎসাহ পাচ্ছিলাম না। সাহানার প্রতি শ্রদ্ধায় জল এসে যাচ্ছিল দুচোখে। বিশেষ করে সম্বর্ধনা পাওয়া ওই শিশুটি অঙ্কিতা,যে এবার রাজ্যস্তরে  স্পোর্টস চাম্পিয়ান, মনে হল এত ভালোলাগা আগে আসেনি জীবনে। কী অনাবিল আনন্দের আবাস এই "কুঁড়িদের খেলাঘর। " নিজেদের কেনা জিনিসগুলো ওদের বিলিয়ে দিয়ে কী যে ভালো লাগছিল...! আমরা ফিরলাম সাহানার দৃষ্টিভঙ্গির আলোকময় পথে অনেক সম্পদ সংগ্ৰহ ক'রে।


============



বিজয়া মিশ্র

আদর্শনগর, ঢাকুরিয়া কল:৩১


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক