কবিতা ।। কীভাবে নিজেকে বাঁচাবো যে ।। সাবিনা খাতুন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। কীভাবে নিজেকে বাঁচাবো যে ।। সাবিনা খাতুন


কীভাবে নিজেকে বাঁচাবো যে

সাবিনা খাতুন 


হাসিয়ে হাসিয়ে গল্পের ছলে তুমি 
দিলে গুলিয়ে সব কিছু আমার জীবনে।
সামান্য আনন্দ দিয়ে, কষ্ট তে ভরিয়ে দিলে।
কারোর জন্য সময় নষ্ট করিনি আমি আগে!
কাউকে এত বিশ্বাস স্বপ্নে ও করিনি আগে। 
তুমি তো ছিলে অনেকের কাছে দামী।
আমি ভেবে ছিলাম কিছুক্ষণের জন্য,
হয়তো আমার হতে রাজি হবেন যদি যে।
আমার ভয় হতে লাগছিল আমি এত সম্মান দিচ্ছি,
তবুও আমার দাম বাড়বে না তোমার কাছে।
শুনিছি অনেক খারাপ তুমি সবার কাছে 
তুমি এত শান্ত আর সুন্দর যে কেউ ধোঁকা খেয়ে যাবে তোমার দেখে।
কারোর কাছে এখন দামী নয় তুমি,
তবুও অহংকার ছাড়তে রাজি নয় তুমি।
নিজেকে মানুষের সামনে বড়ো করে দেখায়,
মানুষ তোমাকে ছোট করে দেখতে ভালোবাসে।
সব কিছু থেকে ও একা মনে হয় তোমার,
তবুও কারোর কাছের হতে না চাও।
তুমি তো সাহসী ও সুন্দরী সুখের রাশী 
বাড়ির সবার বড়ো আদেশকারী।
আর সবার প্রিয়, আলোচনা আলো। 
কাউকে বস করা তার কাছে অতি সোজা।
সেই জন্যই তো তার জালে ফেঁসে গেলে, বাঁচা বড়ো কঠিন

===================

নাম - সাবিনা খাতুন 
বাড়ি - বকুল তলা 
পোস্ট অফিস - বকুল তলা 
থানা - রায়দিঘী
জেলা - দক্ষিণ 24 পরগনা 
পিন-743349

No comments:

Post a Comment