ছড়া ।। অপরাধের নেশা ।। ইমতিয়াজ কবির - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

ছড়া ।। অপরাধের নেশা ।। ইমতিয়াজ কবির

অপরাধের নেশা

ইমতিয়াজ কবির


 চোলাই খেলেই ধোলাই কর 
      মাতলামোর আগে ,
ঘটে যেন বুদ্ধি ফিরে
  হুঁস বিবেকটা জাগে ।
 মত্ত যুবক দেখলে পরে
 চাবুক হাতে নাও
 মদ্যপানের আসর ভেঙে
 ভয় ওদের ধরাও।
 মশার কয়েল মশা মারে
 হয় না সব শেষ 
মশারির ভেতর
 বাইরে মশা 
গান শোনায় বেশ ।
 আইন কানুন দেখে সবার
 জাগে বড়ই সংশয় 
মদ্যপান চলবে ঠিকই
 মাতলামো যেন না হয় !
 কুটির শিল্প চলছে চলুক
 অভাবের সংসার 
সমাজ যাক রসাতলে
যৎসামান্য রোজগার।
 রাজনীতি অর্থনীতি
চলছে কত কারবার?
অভিযান অভিনয়
ঠেক ভাঙে প্রমীলা
মন্ত্র বলে ফিরে চোলাই
বেলা অবেলা।

************
Emtiaz Kabir, Vill-Gangadda,P. S-Sagardighi,P. O-Khairati, Dist-Murshidabad,Pin-742226,W/B,Whatsapp-7076775862(Ph).

No comments:

Post a Comment