Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

সুবীর হালদারের কবিতা






চিঠি

 -------------------------------------
খোকা তুই কেমন আছিস? 
কতদিন তোদের খবর পাইনে
বিষ্টু কেমন আছে? খুব দেখতে ইচ্ছে হয়। 
ভীষণ দুষ্ট হয়েছে ঠিক যেন ছোট্টোটি তুই। 
অন্তরে অন্তরে হয়তো ঠাম্মারে খোঁজে! 
তবে বলতে পারে না ছোট্টো তো.. 
অন্য মাদের মতো এখানে আমি বেশ আছি। 
তোদের ভাবনায় দিন কাটে
তবে রাতটা কিছুতেই কাটতে চায় না। 
মনটা একটা ভরসার হাত খোঁজে
খোঁজে মা ডাক। 
বৌমা অকারণে আর রাগ করেনা নিশ্চয়ই!  
দেয়না বাবার বাড়ি যাওয়ার অজুহাত। 
ওর সমস্ত রাগের কারণই আমি ছিলেম
বড় অভিমানি মেয়ে ওর খেয়াল রাখিস।
খোকা পূর্বের বকুল গাছটি আছে? 
তুই যখন এক বছরের দুলেদুলে চলতি
তোর বাবা গাছটি এনেছিলেন। 
বলতেন বয়সকালে দাদু ভাইয়ের সনে
বকুলের গন্ধ ছায়াতলে খেলায় মাতবো।
বসবার ঘরে ওনার সাদা-কালো ফটোটা
আছে? 
নাকি সৌন্দর্য নষ্টের শঙ্কায় বাক্সে ঠাঁই পেয়েছে? 
গত ভাদ্রে চিঠি দিলি আশ্বিনে আসবি
পথ পানে চেয়ে রইলাম খোকা আসবে! 
দূর হতে ভেসে আসছে আষ্টমী মন্ত্র 
উলু-শঙ্খধ্বনি ঢাকের আওয়াজ। 
জানালায় চেয়ে দেখি-
নূতন বস্ত্রে সন্তান নিয়ে মা চলেছে মন্ডপে। 
ছোট্টো বেলার তোকে খুঁজে পেলাম
বুকটা কেঁপে উঠলো। 
অপেক্ষায় দিন গড়িয়ে সন্ধ্যা নামল
তুই এলি নে। 
মিথ্যা আশায় ক্ষনিকের সুখ। 
বুকের মাঝে ভীষণ কষ্ট হচ্ছে
এরবেশি লিখতে পারছি নে। 
চোখটাও ঝাপসা হয়ে আসছে বারবার। 
জীর্ণ হাতে অস্পষ্ট লেখা
একটু কষ্ট করে পড়িস বাবা। 
সময় করে একটা চিঠি লিখিস
ইতি-
     তোর মা।। 


============

সুবীর হালদার
কৃষ্ণনগর নদীয়া
ফোন-8972942226    

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত