কবিতা - অর্ধেন্দু ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 16, 2020

কবিতা - অর্ধেন্দু ভট্টাচার্য্য







    অন্ধকারের কবিতা



                  
  আমাকে অন্ধকার দাও ।        
যে আঁধারে সন্তানসম্ভবা মা হাঁটে মাইলের পর মাইল,
যে আঁধারে পরিযায়ী ক্ষতবিক্ষত পা'র রক্তে লাল হয় মাটি,
     যে আঁধারে রেললাইনের ধারে পড়ে থাকে
        ক্ষুধার্ত ভারতবর্ষের রক্তমাখা নিশান,
যে আঁধারে স্টেশনের প্ল্যাটফর্মে মৃত মা-এর কাছে বসে এক শিশু বলে ওঠে,
"মা, ও মা ওঠো,বাড়ি যেতে হবে",
             আমি সেই আঁধার চাই।
  আমি সেই অন্ধকারকে রাঙাবো সাদা-সবুজ রঙে,  
   রাম নাম  দিয়ে মুছে দেব তার বাহ্যিক কালো,
       নবজাতকের ভারতবর্ষ হবে রঙিন,
অন্ধকারের অস্তিত্ব নিয়েও সংশয় জাগবে তার মনে।
   আর সেই অন্ধকারের অন্তর্নিহিত কালো
   আমি ফেলে আসব আর এক ভারতবর্ষে।
   যে ভারতবর্ষ বিবেকানন্দের ভারতবর্ষ,
   যে ভারতবর্ষের জন্য দেশত্যাগ সুভাষের,
 যে ভারতবর্ষের জন্য প্রাণত্যাগ কত সহস্র ভারতসন্তানের,
  যে ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠত্বের মুকুটধারী।
  আমি সেই ভারতবর্ষের কাছে রেখে আসব
এই ভারতের অন্ধকার বর্তমানের দলিলখানি।  

====================

Ardhendu Bhattacharyya
287/B,A.C.Road,khagra, Berhampore,Murshidabad,
pin-742103