কবিতা -- সুজিত কুমার মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 16, 2020

কবিতা -- সুজিত কুমার মালিক


আত্মনির্ভর


          
সামাজিক কারণেই আজ
সমাজ থেকে অনেক দূরে
বন্দিত্বে মানিয়ে নিয়ে
নিত্য মেপে চলেছি পর্দায়
ক্ষোভ-কান্না-হাহাকার 
নিশ্চুপ দর্শক হয়ে।
জ্বেলে নিয়েছি মোমবাতি
থালা-বাটি ঢাল নিয়ে
লড়াইয়ে নেমেছি।
আমার পায়ে রক্তাক্ত তোমার মাটি
আমার বর্ম ভেদ করে বহমান
লবন জলের স্রোত...
তোমরা তখন কাজিয়ায় মত্ত,
সংখ্যাতত্ত্বের হিসাবে ব্যস্ত!
কিসের লড়াই?কার সঙ্গে?
সময় এসেছে, শিখে নেওয়ার-
আত্মসমালোচনার!আত্মনির্ভরতার!

==================

সুজিত কুমার মালিক
মইখন্ড, হেলান, আরামবাগ, হুগলী