কবিতা।। বলরাম বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 16, 2020

কবিতা।। বলরাম বিশ্বাস



     ভুল



আমরা অল্প অল্প মিথ্যা বলি প্রয়োজনে।
ধরতে পারিনে কেউ বা ধরা পড়লেও মুখের চেহারা দৃঢ়তা রেখে বলি। সত্যি।

প্রয়োজনে ঝগড়া করতে হয়।
প্রয়োজনে আবার মনকে বোঝায় তা ছিল নিছক উল্টো। সামান‍্য রাগ। সামান‍্য ক্ষতির পূর্বাভাস।

চিক চিক করে ওঠে যখন আমরা কাঁদি।
তারপর রাগ পড়ে গেলে ভালোবাসা নামক অনুভূতি দেখিয়ে অদৃশ্য হাতটা বুকের কাছে নিয়ে দীর্ঘশ্বাসের মতো বেদনা বের করে দিয়ে বলি। আর হবেনা।


তবুও আবার হয়।
তবুও আবার গন্ডি পেরিয়ে হিলহিল করে বেড়িয়ে আসে দগ্ধ অংশ থেকে সিরাম......

নতুন ভাবনা পুরাতন হয়। আর পুরাতন বুঝিয়ে দেয় তা ভুল ছিল।


কিন্তু আমরা ভুল ঠিক করব বলেও বারবার ভুল করে বসি।

-------------০০০-------------







বলরাম বিশ্বাস
Vill - chandpur
Nadia
741503