Featured Post
নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নবপ্রভাত
পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে
গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি
১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা :
এই
প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।
পত্রিকার
৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে।
লেখক/কবিকে
সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।
যাঁদের
আগে কোন বই হয়নি, তাঁরা অগ্রাধিকার
পাবেন।
নতুনদের
উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।
লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে।
ই-মেল: nabapravat30@gmail.com (এবং হোয়াটসঅ্যাপেও)।
বইয়ের
শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে, শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই। মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে।
সঙ্গে
লেখক পরিচিতি, ঠিকানা, যোগাযোগের (কল ও হোয়াটসঅ্যাপ) নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা।
অনলাইন
বা মুদ্রিত পত্রিকা বা সমাজ-মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে। তবে কোনও গ্রন্থভুক্ত লেখা পাঠাবেন
না।
লেখা পাঠানোর
শেষদিন: ৩১ জুলাই ২০২৪।
নির্বাচিত লেখক-তালিকা প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪।
দ্বিতীয় ক্ষেত্রে লেখা পাঠানোর শেষদিন: ৩০ সেপ্টেম্বর ২০২৪।
২। পত্রিকার অনুদানে অন্যান্য বই-প্রকাশ :
পত্রিকার
৩০ বছর পূর্তি অনুষ্ঠানে আরও কিছু বই
প্রকাশিত হবে। দু’ফর্মা বা তার বেশি পৃষ্ঠার বইয়ের ক্ষেত্রে আমরা নবপ্রভাতের পক্ষ থেকে কিছুটা অনুদান
দেব। তবে সিংহভাগ খরচ লেখককে বহন করতে হবে।
এক্ষেত্রে আগ্রহীরা যে-কোনো ধরনের লেখার পাণ্ডুলিপি পাঠাতে পারেন। তবে লেখা অবশ্যই ই-মেলে টাইপ করে বা word ফাইলে পাঠাতে হবে।
সঙ্গে
দেবেন বইয়ের নাম, উৎসর্গ, লেখক পরিচিতি এবং
ছবি।
প্রচ্ছদ, বাঁধাই (পেপারব্যাক/বোর্ড), বই সংখ্যা, রয়্যালটি ইত্যাদি লেখকের সঙ্গে আলোচনাক্রমে স্থির হবে।
কোনোভাবেই
ঠকবেন না এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।
জ্ঞাতব্য:
সব বই ISBNযুক্ত হবে। আমাজন, ফ্লিপকার্ট ও আমাদের সাইটে পাওয়া যাবে। কলকাতা লিটল ম্যাগাজিন মেলা, কলকাতা বইমেলা এবং কলেজস্ট্রিটে পাওয়া যাবে।
দ্বিতীয় ক্ষেত্রে লেখা পাঠানোর শেষদিন: ৩০ সেপ্টেম্বর ২০২৪।
বই-প্রকাশ ও পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠান ঃ নভেম্বর মাসের প্রথম পক্ষে।
আরও কোনো বিষয় জানার থাকলে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ:
9433393556 (কথা ও হোয়াটসঅ্যাপ)
নিরাশাহরণ নস্কর,
সম্পাদক, নবপ্রভাত পরিবার।
প্রকাশন দপ্তর: উকিলপাড়া, বারুইপুর, কলকাতা- ৭০০১৪৪।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন