কবিতা: ইমানুর আলি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, July 17, 2018

কবিতা: ইমানুর আলি

বৃষ্টি




বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে
আকাশটা সাদাকালো মেঘে ছেয়ে আছে
ব‍্যাঙের ঘ‍্যাঙর ঘ‍্যাঙর
সকাল সন্ধ্যা মাতিয়ে তুলেছে;
কচুপাতা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
রাস্তাঘাটে কালো পিঁপড়ে: দল বেঁধে ছুটছে বাসা খুঁজতে।
বিদ্যুতের ঝলকানি বারণ করছে
বাইরে আসতে।
এমন মনোরম ঝিরিঝিরি বৃষ্টি: মন কি আর বসে থাকতে পারে?
খোলা আকাশের নিচে। আয় তবে
ভিজে আসি।

******************



নাম ইমানুর আলি
গ্রাম- বানিয়াদহ ,পোঃঅ-নান্দিনা,
পিন ৭৩৬১৬৮,
দিনহাটা, কোচবিহার ‌

No comments:

Post a Comment