Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

অরিন্দম দাসের কবিতা

"বিচিত্র বর্ষা"



বর্ষা এলেই আঁকিবুকি দেয়
বিচিত্র কত স্মৃতিমেদুরতা।
একদিকে হারিয়ে যাওয়া শৈশব
অন্যদিকে প্রেয়সীর পথচলা
আজও যেন চাতকের অপেক্ষায় ।
কিন্তু সবই তো অতীত,
নীরবতা তাই যেন অনেক কিছু
বুঝিয়ে দেয়।
বর্ষা এলেই যেন ডাক পরে
কাগজের নৌকার
কিন্তু বয়স যেন দূরত্ব বাড়িয়ে দেয়।
মনে পড়ে বর্ষার জলে দলবল নিয়ে
নদীতে ঝাঁপ দেওয়ার কতকথা।
আবার বর্ষার জলে ভিজে ফুটবল খেলার
মজাই যেন আলাদা ।
আর ভোজন প্রিয় বাঙালির
পাতে খিচুড়ি আর ইলিশ মাছভাজা
যেন রোমাঞ্চকর অনুভূতি এনে দেয়।
আবার সন্ধের দিকে ওই যে
কোলা ব্যাঙের ডাক,আর শঙ্খ ধ্বনি
যেন মিলে মিশে একাকার হয়ে যায়।
কিন্তু লাগাতার বর্ষণ আবার
বুকটা আঁতকে উঠে
ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষ গুলোর
কথা ভেবে।
তারা কি খাবে,কোথায় থাকবে এই ভেবে
কিন্তু বর্ষার পর নির্মল আকাশ
যেন পুজোর গন্ধ পাইয়ে দেয়।
----------------------------------------------–-----------------



Name =Arindam das
Vill+p.o = Takipur (Duckbanglo)
P.s = Rejinagar
Dist = Murshidabad
Pin = 742189
State = West Bengal
Phone no =9153845585
Email = dasarindam282@gmail.com

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল