অরিন্দম দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, July 17, 2018

অরিন্দম দাসের কবিতা

"বিচিত্র বর্ষা"



বর্ষা এলেই আঁকিবুকি দেয়
বিচিত্র কত স্মৃতিমেদুরতা।
একদিকে হারিয়ে যাওয়া শৈশব
অন্যদিকে প্রেয়সীর পথচলা
আজও যেন চাতকের অপেক্ষায় ।
কিন্তু সবই তো অতীত,
নীরবতা তাই যেন অনেক কিছু
বুঝিয়ে দেয়।
বর্ষা এলেই যেন ডাক পরে
কাগজের নৌকার
কিন্তু বয়স যেন দূরত্ব বাড়িয়ে দেয়।
মনে পড়ে বর্ষার জলে দলবল নিয়ে
নদীতে ঝাঁপ দেওয়ার কতকথা।
আবার বর্ষার জলে ভিজে ফুটবল খেলার
মজাই যেন আলাদা ।
আর ভোজন প্রিয় বাঙালির
পাতে খিচুড়ি আর ইলিশ মাছভাজা
যেন রোমাঞ্চকর অনুভূতি এনে দেয়।
আবার সন্ধের দিকে ওই যে
কোলা ব্যাঙের ডাক,আর শঙ্খ ধ্বনি
যেন মিলে মিশে একাকার হয়ে যায়।
কিন্তু লাগাতার বর্ষণ আবার
বুকটা আঁতকে উঠে
ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষ গুলোর
কথা ভেবে।
তারা কি খাবে,কোথায় থাকবে এই ভেবে
কিন্তু বর্ষার পর নির্মল আকাশ
যেন পুজোর গন্ধ পাইয়ে দেয়।
----------------------------------------------–-----------------



Name =Arindam das
Vill+p.o = Takipur (Duckbanglo)
P.s = Rejinagar
Dist = Murshidabad
Pin = 742189
State = West Bengal
Phone no =9153845585
Email = dasarindam282@gmail.com

No comments:

Post a Comment