বলাই দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, July 17, 2018

বলাই দাসের কবিতা

" বর্ষা যখন পরম বন্ধু "

    ~~~~~~~~~~~~~~~~~~~


চৈত্র বৈশাখ জৈষ্ঠের পর বর্ষা আসা চাই
চাষআবাদ কখনো হয় না বর্ষা ছাড়াই
বৃদ্ধ চাষী দাওয়ায় বসে ভাবছে বাঁচার কথা
চাষ না হলে কে বুঝবে চাষীর দুঃখ ব্যাথা
কৃষি প্রধান দেশ আমাদের বর্ষার উপর নির্ভর
চাষের উপর স্বাদ আহ্লাদ নইলে বাঁচা দুস্কর
পুকুরের মাছ ক্ষেতের ধান চাষির রাখে মান
ঠিকমতো না বর্ষা হলে নষ্ট বাংলা সাঁচি পান
" আল্লা মেঘ দে পানি দে " বলে করিম চাচা
বৃষ্টি হলেই মনের সুখে দু'হাত তুলে নাচা
সারাদিন ঝিমোয় বসে পল্লীবাংলা মা
কষ্ট হয় না ঝরুক বর্ষা কেউ খরা চাই না
বর্ষা যখন পরম বন্ধু হাজার কষ্টেও সুখ
মাঠে মাঠে সোনার ফসল গর্বে ভরে বুক
সভ্যসদস্যপদেরতার এই অগ্রগতি বিঞ্জানকে সঙ্গে নিয়ে
সবার মূলে বৃষ্টিধারা ধরণীর বুক ভরিয়ে দিয়ে
জোনাকি ওরে ফুল ফোটে চাঁদ রাতে হাসে
পুকুর ডোবা নদী নালায় কদমফুল ভাসে
রাতের রাণী রজনীগন্ধা আপন সৌরভ বিলায়
নদীর বুকে পালতোলা নাও যায়ভেসে অজানায়
রুক্ষ মাটি সরস হয় মহান কৃপা বৃষ্টির
সর্ব কাজ সিদ্ধ হয় প্রকৃতির এই সৃষ্টির ।
========================



নামঃ-- বলাই দাস,
গ্রামঃ-- শান্তিপুর
ডাকঃ-- মেচেদা,
জেলাঃ-পূর্ব মেদিনীপুর

বর্তমানে--- কুয়েত কর্মরত।

No comments:

Post a Comment