Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা ।। সারথিদের তৃতীয় উপপাদ্য ও সন্ন্যাসিনীর আবহবিকার ।। নিমাই জানা

সারথিদের তৃতীয় উপপাদ্য ও সন্ন্যাসিনীর আবহবিকার

নিমাই জানা

 
এক

জননক্ষম সারথীর দ্বিপদ উপপাদ্যের বিস্তৃতি প্রতিটি ফাংশনাল অবকল গণিতের শেষ পৃষ্ঠায় কালো রঙের জীবাশ্ম মুখে নিয়ে রোমশ পৃথিবী ভ্রমণ করে আসে ,

অশ্বারোহীরাই  নর্তক সন্ন্যাসিনী সেজে আসার পর জিব থেকে গড়িয়ে পড়া অক্ষর গুলোকে আকাশময় প্রদীপের কাছে ঢেলে দেয় ডিম্বকোষের মতো,
কোন এক সাধক কম্বোজ খোলসে তার থকথকে রসায়নটি লুকিয়ে রাখেন পিচ্ছিল ঈশ্বরদের জন্য ,
ঈশ্বরী প্রতি রাতে একটা সোনালী দরজার কাছে ভৈরব তালে নাচছেন , সেতার বাজছে ,  আগুন উড়ছে , মোহ খন্ড থেকে জীব আহুতির অদৃশ্য মন্ত্র উচ্চারণ হচ্ছে ঘনীভবন অন্ধকারে , হত্যা করার গোপন মন্ত্রটি তৃণভোজী মানুষেরা জানে

শ্রুতি গ্রহণ করছে লালা মুখ , একটা দ্বাপর  মৃৎশিল্পী কাগজের নৌকা বানিয়ে পুষ্কর প্রদেশের দিকে চলে যাচ্ছে থার্মাল মুখের আণবিক করোটি গহ্বর নিয়ে
তা
দের আহ্নিক গতির কোন আবর্তন নেই  , সারারাত কালো কালো উটেদের স্থলভূমি চিবিয়ে খাচ্ছি একাদশ ধমনীর শিথিল মিশরীয় উপত্যকা নারীদেহের স্বাদকোরক , ম বর্গীয় অন্ধকারের নিঝুম ধনুর্ধরেরা একাকী দিব্য বিমানে উড়ে যাচ্ছেন



দুই



রাত আসে রাতের মতো আত্ম রতিময় নৃসিংহ সরোবরে মুখ থুবড়ে বদ রক্তের কালচে রঙের জমাট প্রোটোপ্লাজমহীন মনস্তাত্ত্বিক ছোপ ছোপ অন্ধকারের ভেতর আজও কতকগুলো স্বরবর্ণের জন্য দুই হাত ঊর্ধ্ব আকাশে তুলে আত্মসমর্পণ করে চলে নীলাচল বিদুষকেরা ,

তাদের মধুছন্দ পুর নেই , তাদের হস্তিনাপুর নেই ,  তাদের কুরুক্ষেত্র নেই ,  মথুরাপুর নেই ,  দ্বারকা নেই , তাদের গোকুল নেই , শুধু বরকত আছে , বরকত আছে , বরকতের মতো দীর্ঘ কম্পাঙ্কের নিহত পুরুষ লিঙ্গ পাথর হয়ে শুয়ে আছে উত্তর মেরুর দিকে মুখ করে
একটা ঠোঁটের চারপাশে এতগুলো স্থানিক গণিতিক জিরাফ ঘুরে বেড়ায় ঊর্ধ্ববাহুকে মহাকাশের দিকে ছুঁড়ে ফেলার পর
রাত্রির গভীরতা বাড়লে অস্ত্রাগারের শল্য চিকিৎসকেরা লাল চোখের অন্তঃক্ষরার কাঞ্চনজঙ্ঘা আর স্থাপত্যহীন আয়ু রেখাময় চিত্রলেখা পাহাড় খাজুরাহের মতো গলে গলে পড়ছে,

রক্তের ভেতরে আমাদের অদৃশ্য পাটিগণিতের পাহাড় গজিয়ে উঠছে শুধু মায়ের মতো অদৃশ্য জীবাশ্ম নিয়ে আমরা রাতের ইন্ধন ছায়া খুঁজে বেড়াচ্ছি আগুনের সম্প্রদান কারকের তৃতীয় পাতাল গহ্বরের দিকে আততায়ী অব্যয় পথটি রেখে আসার পর 

===============

 নিমাই জানা
রুইনান , সবং, পশ্চিম মেদিনীপুর, ৭২১১৪৪

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক