কবিতা ।। মাতৃভাষার কান্না ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। মাতৃভাষার কান্না ।। গোবিন্দ মোদক

মাতৃভাষার কান্না 

গোবিন্দ মোদক 

 


একটা বুবুক্ষ মানুষের বুকে কান পাতো —

শুনতে পাবে সে তার মাতৃভাষায় প্রার্থনা করছে কিছু খাদ্য!

একজন তৃষ্ণার্ত পথিকের কাছে দাঁড়াও —

শুনতে পাবে সে যে ভাষায় জল প্রার্থনা করছে সেটা তার মাতৃভাষা! 

একজন মুমূর্ষ মানুষের হাতে হাত রাখো —

সে হয়তো বাঁচার আকুতি জানাচ্ছে তার নিজের মাতৃভাষায়! 

গাছের বাকলে কান পেতে শোনবার চেষ্টা করো —

ওরাও তোমাকে কিছু বলতে চায় ওদের নিজস্ব ভাষায়!

ভাষার বুকে কান পেতে অনুভব করো —

শুনতে পাবে রফিক সালাম জব্বার বরকতের হৃদস্পন্দন!

বাংলাদেশের মাটিতে কান পেতে থাকো —

শুনতে পাবে বাংলাভাষা বড়ো কাঁদছে!

ওগো একুশ! 

একুশে আইনের দেশে আর কতোদিন তুমি শুনে চলবে

মাতৃভাষার কান্নার শব্দ!!


=======================

 


গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103





No comments:

Post a Comment