কবিতা ।। অমর একুশে ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। অমর একুশে ।। অশোক দাশ

অমর একুশে

অশোক দাশ
 

আজি বসন্তে পলাশের বুকে নিত্য অলির গুঞ্জরন,
কাঙ্খিত  স্বপ্ন  বুকে  অমর  একুশের শহীদ  তর্পণ।

মেঘনা -পদ্মার   তুফানে   আজও   রক্তধারা  বহে,
শহীদের আত্ম বলিদান গৌরব গাঁথা সমীরণে ভাসে।

আধো-আধো বলে গাইছে শিশু মায়ের ভাষার গান,
সারা  ভুবন  ঋণী, শহীদদের  জানায়  শ্রদ্ধা- সম্মান।

কান্না  হলো  হীরা -পান্না, মাতৃভাষা  অমর  মহীয়ান,
বুকের   মাঝে    রক্ত    কমল    চির     অনির্বাণ।

রক্ত শোনিতে পদ্মা -মেঘনা -ইছামতির  জল  রাঙা,
বিদ্রোহের অগ্নি শিখায় মীরজাফররা পেয়েছে কি সাজা!

আজও ধর্মের নামাবলী  গায়ে  রক্তে  হোলি  খেলে,
ভাতৃ  বিদ্বেষে  দাঙ্গার  ক্ষতবুকে তাণ্ডব নৃত্যে মাতে।

মাতৃভাষার সম্মান রক্ষায় একুশের রক্ত ঝরা ইতিহাস,
উদ্ধত ধর্মের ব্যাপারীদের কাছে কেবলই প্রহসন উপহাস।
-----------------------------
 
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।



No comments:

Post a Comment