কবিতা ।। রয়ে যায় প্রেম ।। পশুপতি দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। রয়ে যায় প্রেম ।। পশুপতি দত্ত

   রয়ে যায় প্রেম

    পশুপতি দত্ত 


মনের কথা যায় বলা
মনের মতো মানুষ পেলে,
অপার সুখে কাটে জীবন 
সঙ্গী তারে করে নিলে !

প্রেম নিবেদন বড়ই সহজ
তা রক্ষা করা কঠিন,
ভাঙলে হৃদয় পার পায় না
নবীন থেকে প্রবীণ !

ভালো যখন বাসবে তুমি
নিখাদ যেন হয় সেটা,
বিরহ যদি ভাগ্যে থাকে
হার হবে না, হবেই জেতা !

প্রেম রইলে আমরা রব 
যদিও থাকি দূর দেশে,
আমরা মরলেও প্রেম মরে না
সাক্ষী তার রবি - শশী !
 
=================


Pasupati Dutta
Vill - Bonbiddi
P.O - Basudevpur - Jemari
P.S - Salanpur, Dist - Paschim- Bardhaman,

No comments:

Post a Comment