কবিতা ।। ক্ষমা করো ।। সান্ত্বনা চ্যাটার্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। ক্ষমা করো ।। সান্ত্বনা চ্যাটার্জি


ক্ষমা করো

সান্ত্বনা চ্যাটার্জি


ঝিকি মিকি তারা জ্বলে দূরের আকাশে।

কত শত কোটি বর পরে,

এসেছে ফিরে

আমার ঘরে।


তারাদের মাঝে কার  চোখের তারা ভাসে!

নয়নের জলে ভরা

কি বলতে চায়

কেন ডাকে আমায়।


কে তুমি কেন চেয়ে থাকো নির্মিশেষ নিয়ে বিদ্বেষ!

কোন দোষে দোষী আমি

যুগ যুগ পরে 

মনে তো না পরে।


তবে কি তুমি যমের দুয়ার থেকে এসেছ অন্তরে

তোমার ক্ষমাহীন দৃষ্টি

সাপের মতন জডায়

আমায় নাম হীন ভয়ে।।


তুমি কি আমায় যাবেনা ছেড়ে আর

না জেনে বেসেছি ভালো

সে যে তোমার ছিল

বলেনি আমায়।।


দয়া করো বন্ধ করো দু চোখ তোমার

নিও না আমার প্রাণ কেড়ে

এই শিশু হবে মাতৃহীন

ক্ষমা করো মোরে।


----------------------

Santwana Chatterjee
A166 Lake Gardens
Kolkata 700045




No comments:

Post a Comment