কবিতা ।। গোধূলি বধু ।। অঙ্কিতা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। গোধূলি বধু ।। অঙ্কিতা পাল

গোধূলি বধু

অঙ্কিতা পাল

 
গোধূলি বেলায়,
  একাকী বধু যায়।
অঙ্গ তার চলে
এঁকেবেঁকে দুলে।
পায়ে তার বাজে,
ছমছম নুপুর ধ্বনি।
চুলে তার খোঁপা
লতাপাতা আঁকা।
পরনে তার ললিত শাড়ি,
আঁচল উড়িয়া যায়।
কোমর তার চলে
এঁকেবেঁকে দুলে।
মুখ খানি তার দুধে আলতা
কপালে লাল সিঁদুরের ফোঁটা।
গৃহবধূ চলে,
অঙ্গ ভিজিয়ে জলে।

-------------------

অঙ্কিতা পাল
ভাঙ্গড়, দক্ষিণ চব্বিশ পরগনা



 

No comments:

Post a Comment