Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

অণুগল্প ।। বয়স্ক ।। প্রতীক মিত্র


বয়স্ক

প্রতীক মিত্র


বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে তৈরি। মধ্যিখানে ঝিল। জনবসতি থেকে একটু দুরেই বাড়িগুলো। বাড়ির লোকগুলোই নাকি ইচ্ছে করে এটা করেছে। মিশতে যে তারা অন্যদের সাথে একদমই চায় না তা নয়, তবে হৈ-হুল্লোড় থেকে একটু দুরেই থাকতে চায়। বাড়ির বাসিন্দারা অধিকাংশই বয়স্ক। সন্ধ্যের দিকে জনবসতি থেকে ফচকে ছেলের দল যখন ঝিলের ধারে ঘুরতে আসে সুরেলা কন্ঠে গান শুনতে পায়।ওদের বিড়ি-মদ খাওয়া বাধাপ্রাপ্ত না হলে ওদের মাথাব্যথা ছিল না। কিন্তু না… ওরা না বিড়ি ফোঁকায় মন দিতে পারে না গাঁজায় না মদে। এক-একদিন সঙ্গে ওদের মেয়ে-মহিলাও থাকে। তাদের সাথেও শারীরিকতাতেও বাধাপ্রাপ্ত হয় ওই গানে। ওরা ভীষণ রেগে তারপর বেজার মনে বাড়ি ফিরে যায়। ভাবে দিনের বেলায় এসে সব শোধ নেবে। ওদের সাথে পাঙ্গা নেওয়া? ওরা বাড়িতে, ক্লাবে, পার্টি অফিসে এসব আলোচনা করে। সবাই অবাক হয়। রেগেও যায়। এমন কাজ করবেই বা কেন যার জন্য ওদের খোকারা বিরক্ত হবে। বুড়ো হয়েছিস বুড়ো হয়েই থাক না! সকালে ছেলেগুলো গিয়ে দ্যাখে ওই বয়স্কদের কেউ কেউ ঝিলে স্নান করছে, কেউ মাছ ধরছে। আর একজন ঝিলের পাড়ে যোগাসন করছে তো চতুর্থজন খাতা-কলম নিয়ে কিসব যেন লিখছে। একজন তো আবার অদ্ভুত কিসব মন্ত্র আওড়াচ্ছে যে মন্ত্র ছেলেগুলো বুঝতে না পারলেও মুগ্ধ হয়ে যাচ্ছে প্রতিটা মুহুর্তে। সেদিনও ছেলেগুলো ফিরে যায়। সব আলোচনা হয়, স্কুলে, ক্লাবে, বাড়িতে। প্রথমে বিষয়গুলো বাড়ির লোকেরা পাত্তা না দিতে চাইলেও পরে কৌতুহল থেকে একটু-আধটু শুনে বেশ সন্তুষ্ট হয়। স্মৃতিচারণও তাদের হয়ে যায় পুরোনো দিনের যখন তারা এসব করতো শৈশবে। ফলে বয়স্ক মানুষদের কাজগুলো তাদের বেশ ভালোই লাগে। আরো ভালো লাগে এই ভেবে যে তাদের ছেলেরা, মেয়েরাও কেমন যেন এইসবের দ্বারা বাঁদরামি -টাঁদরামি সব ভুলে যেতে বসেছে। এইসব বয়স্ক মানুষগুলোর কাজগুলোতে অদ্ভুত এক মাদকতা ছিল।জনবসতির অধিকাংশ বিশেষ করে অল্পবয়সীরা বেশ মুগ্ধ হয়ে এইসব মানুষদের কাজগুলো অনুকরণ এবং অনুসরণ করতে শুরু করে। জনবসতিতে অকারণে অসময়ে অহেতুক চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে যায়। তার বদলে কখনও গানের গলা কখনও বাদ্যযন্ত্রের সুর ভেসে আসে। তারপর মাসখানেক,মাস তিনেক পর অল্পবয়সীগুলোদের কেউ কেউ ঝিলের ধারে আসে মাছ ধরাটা আর একটু রপ্ত করতে, কেউ আসে কবিতাটায় আর একটু হাত পাকাতে, কেউ বা ভাবে যোগাসনের জন্য আর একটু শরীরটাকে নমনীয় কি করে করা যায়। বাড়িগুলোতে তারা ওই বয়স্কদের কারোকেই পায় না। ওরা কেউ নেই। সবাই চলে গেছে। খালি বাড়িগুলো উত্তরহীন অবস্থায় দাঁড়িয়ে থাকে। বিস্ময় অল্পবয়সীদের চোখেমুখে। মন খারাপও। কিন্তু সবই সাময়িক। কেননা,সময় নষ্ট না করে সৃজনশীল কাজে নিজেদের ব্যস্ত রাখার তাগিদটা তারা জেনে গেছে।
 
=====================

প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ
























































































































মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩