কবিতা ।। মাতৃভাষা ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। মাতৃভাষা ।। তপন মাইতি

মাতৃভাষা

তপন মাইতি


মিছিলের ওপর যারা চালিয়েছিল মেশিন গান
বুকের পাঁজর ঝাঁঝরা করেছিল বুলেট 
শিমুল পলাশের মতো ঝরে পড়ল প্রতিবাদ ভাষা
আমার সজনে ফুল বলেছিল
সবুজ মাঠের ঠিক মাঝবরাবর উঠছে একটা টকটকে লাল সূর্য
আমাদের মাতৃভাষা সেদিন নির্বাসিত হয়নি
ইতিহাস খসখস করে লিখে নিল পৃথিবীর সবচেয়ে মধুরতম ভাষা
কত ভাসান হল,কত শাঁখা পলা ভাঙল
কত বোনের ভাইফোঁটা থেকে বঞ্চিত হল
কত ভাই এর ষষ্টি পুজো হয়ে গেল,কত প্রেমিকার হৃদয় ভাঙল
কত নারীর ওড়নায় অত্যাচারের দাগ লাগল 
ইতিহাস সেই সময় লিখে নিল একুশে ফেব্রুয়ারি। 
তোমাদের ভাষায় তোমরা কথা বলবে কার কী আছে তাতে
আমরা তো বাধা দিতে যায়নি!
তোমাদের কোনটা জীবনের আর কোনটা জীবিকার!
যে ভাষায় লিখেছিলেন রবীন্দ্রনাথ জীবনানন্দ শঙ্খ সুনীল
শক্তি শীর্ষেন্দু নির্মলেন্দু হুমায়ুন আহমেদ ।

আমাদের ভুলতে না পারার একটা দিন আছে
আমাদের স্মরণ করার মতো একুশে ফেব্রুয়ারি আছে
আমাদের একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে
আমাদের একটি সুমধুর বাংলা দেশ আছে

চলে যাওয়ার আগে শেষবারের মতো
কথাটা বলে যাচ্ছি 'মাটি আমার মা বাংলা আমার ভাষা
গরীব ঘরে বাউল ভাটিয়ালি বাংলা শব্দের চাষা।

                -------------


 
 তপন মাইতি
 গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; 
 থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ ২৪ পরগণা; পিন-৭৪৩৩৮৩



No comments:

Post a Comment