Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। উত্তরার প্রতি অভিমন্যু ।। জীবন পাইক

    উত্তরার প্রতি অভিমন্যু
     জীবন পাইক

সূর্য নিভে গেছে,
নীলাভ আকাশে ভাসে .....
রক্ত মেঘের ভেলা
চক্রব্যূহ চক্র ব্যূহ,
ষড়যন্ত্রের মেলা |

হায় উত্তরা,
ভুলে যাও তুমি যা ছিল
আমার প্রেম,যা ছিল তোমার |
কতো হাসাহাসি কতো খুনসুটি
সব স্মৃতি আজ ভুলে যাও
প্রিয়ে,নচেত কান্না উছলে পড়বে
হৃদয় সাগর কূলে |
তুমি ভুলে যাও প্রিয়ে
ভুলে যাও |

কুরুক্ষেত্র রণাঙ্গনে রক্ত লহরি
ওঠে|অর্জুন আজ গান্ডীব হাতে
ধর্ম যুদ্ধ মাঝে |টংকার ছাড়ি
আর্জুনি আমি সপ্তরথীর সাথে
চক্রব্যূহের মাঝে |

আজ যে বড়ো বেদনা অধির
ক্রমাগত ঝরে বুকের রুধির,
বুঝব কেমনে হায় ,
বিধাতার এই নিঠুর খেলা---
ষোলটি বছরে পূর্ণ হতেছে
এই ভূবনের খেলা |

ওহে উত্তরা,--
ভাবি নি তোমারে এ ভাবে
ছেড়ে যেতে হবে কোন দিন --
কোন সে সুদূর পথে |বিশ্ব ভূবনে
তুমি যে একা |তীর বেঁধা 
পাখি এক |বেদনার জ্বালা 
দংশিবে বুকে |কি করবে তুমি বলো,
যখন শুনবে তোমার প্রিয় হত
রণক্ষেত্রে |
অস্ত্রে অস্ত্রে ক্ষত বিক্ষত
 এই দেহ |হৃদয় সাগরে উঠবে প্রবল ঢেউ |
রাজনন্দিনী উত্তরা ওগো,পাগলিনী সম দংশিবে
বিষ বুকে |
এলোকেশী তুমি রুক্ষ বেশী
এক হাতে দীপ তুলে ,
চিৎকারিবে মহাশ্মশানে --
কোথা তুমি অভিমন্যু ,কোথা তুমি
বলো প্রিয়ে |
নিথর দেহে শায়িত রব কুরুক্ষেত্রের
মহা শ্মশানের কোলে |
পাবে নাকো কোন সাড়া |তোমার 
আওয়াজ ধ্বনিত হবে সেই
ঘোর নিশিকালে |
আমি যে তখন মায়ার বাঁধন হারা |
সুদূর লোকের যাত্রী |
ভুলে যাও প্রিয়ে ,ভুলে যাও তুমি |

ঘোর অন্যায় ধর্ম যুদ্ধ অধর্মে ভরা
মহারথী প্রথা মানা হল কোথা ?
সপ্তরথী একযোগে সব
ঝাঁপিয়ে পড়িল আসি |
বালক যোদ্ধা আমি |
ভুলে গেছে তা মহারথী কুল
ভুলেছে আমার কুশলি |
শানিত অস্ত্র ঝনঝন বাজে
আমার অসির পরে |

ভগ্ন অসি,ভগ্ন বর্ম
ভগ্ন রথের চাকা
অসহায় আমি অভিমন্যু
বিরাট নন্দিনী হিয়া |

রক্ত নদীর ফল্গুধারা
বহে গো চক্রব্যূহে,
কর্ণ,দ্রোণ,জয়দ্রথ শল্যরাজে
লয়ে |
রাঙায়ে তুলল শানিত অসি
ফাল্গুনি সুত লোহে|
ভুলে যাও প্রিয়ে উত্তরা তুমি
ভুলে যাও তুমি মোরে |
--------------------
 
 
( সুভাষগ্রাম,সোনারপুর,দক্ষিণ ২৪পরগণা )

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল