যে ফুলে হয় পূজা সেই ফুলই আমি তুলেছি
যে মনে ছিলো প্রেম
তাকেই ভালোবেসে আমি মরেছি।
অসীম রহস্যঘেরা ভুবনের এক মেরু থেকে অন্য মেরুপথে অবিরাম ছুটে আমি চলেছি।
সৌরজগতে আকাশগঙ্গায় জ্বলন্ত নক্ষত্রদের মরণ আমি অহরহ দেখেছি
কৃষ্ণগহ্বর থেকে ছিটকে পালিয়ে আমি এসেছি।
অশেষ যন্ত্রণা সয়ে
অনেক হারিয়ে শেষে
উত্তাল সাগরের বুকে সন্তর্পণে
নোঙ্গর আমি ফেলেছি।
আঁধার রাত্রির শেষে ঘন কুয়াশা সরিয়ে
অনুরাগে নবীন সূর্যোদয় আমি দেখেছি।
নবরাগে নবনীকোমল বুকে ভালোবাসার অস্তিত্ব খুঁজে আমি পেয়েছি।
****
No comments:
Post a Comment