কবিতা ।। অজগর পিপাসায় ভালোবাসার গান ।। দেবাশীষ মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। অজগর পিপাসায় ভালোবাসার গান ।। দেবাশীষ মুখোপাধ্যায়

অজগর পিপাসায় ভালোবাসার গান

দেবাশীষ মুখোপাধ্যায়


বনসাই চাঁদ আমার ভালোবাসা খুঁজতে এলে
দ্যাখে মরুদ্যানে রয়ে গেছে কয়েকফোঁটা জল।
বালির বুকে আকাশটা আছড়ে পড়ে যেন !
নীলচে বালির শরীরে
কয়েকটা খেজুর গাছের সবুজ নাচন ।

পাথরের বুকের জলে লেখা --
ফেলে আসা গোল গোল দুটো চোখ ,
গালে টোল হাসি,
আর কপালে লাল টিপ ।
হৃদয় খুঁড়ে জল ভরতে চাইলে
অগস্ত্যের চুমুকে শেষ হতে থাকে বুকের ঝর্ণা।
বুকের আর্তনাদ কি বালি হয়ে যায়?
অবাক প্রশ্নগুলো চেয়ে দেখে 
নীল বালির বুকে একটা শরীর নদী হয়ে বয়ে চলেছে শাড়ির পাতলা আবরণে।
দুচোখ জুড়ে অবাধ্য আবেগ
অতিরিক্তের বৈভবে আক্রান্ত হলে
বুকের ভেতর জ্বলে ওঠে সব ঝাড়বাতিগুলো।

                      *************
 
দেবাশীষ মুখোপাধ্যায়
৪৬/১, চড়কডাঙ্গা রোড, কাঁঠাল বাগান, উত্তরপাড়া, হুগলি।

 

No comments:

Post a Comment