ছড়া ।। মেঘবালিকা ।। রিয়াদ হায়দার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

ছড়া ।। মেঘবালিকা ।। রিয়াদ হায়দার

মেঘবালিকা

রিয়াদ হায়দার


মেঘবালিকা মেঘবালিকা
মেঘের দেশে থাকে,
মেঘবালিকা সবার মনে
স্বপ্নে ছবি আঁকে !

মেঘবালিকা মেঘবালিকা
তোমার বাড়ি যাবো,
নীল আকাশে মেঘের ভেলা
গেলেই দেখতে পাবো !

মেঘবালিকা মেঘবালিকা
তুমি মেঘের কন্যা,
সবার জীবন রেখো ভালো
হয় না যেন বন্যা !

মেঘবালিকা মেঘবালিকা
বৃষ্টি দিও বুকে,
ফলিয়ে ফসল আমরা যেন
থাকতে পারি সুখে !
,,,,,,,,

রিয়াদ হায়দার
সরিষা আশ্রম মোড়
পোস্ট - সরিষা
থানা - ডায়মন্ড হারবার
জেলা - দঃ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত

No comments:

Post a Comment