কবিতা ।। মাতৃভাষায় ।। বিবেকানন্দ নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। মাতৃভাষায় ।। বিবেকানন্দ নস্কর

মাতৃভাষায়

বিবেকানন্দ নস্কর


মাতৃভাষায় মা ডেকেছি
অ আ ক খ' র দাগ
মাতৃভাষায় মাতৃ নিশ্বাস
মায়ের  অনুরাগ ।

মাতৃভাষায় শহীদ রক্ত
বাংলা অহং বোধ
অশ্রুত মার অনুভূতি
বর্ণমালার রোদ ।

মাতৃভাষায় সুর সেধেছি
মেঠো পথের গান
মাতৃদুগ্ধ মাতৃভাষা 
আজন্মকাল পান ।

মাতৃভাষায় জগৎ জোড়া
রবি - নজরুল নাম
আ- মরি বাংলা ভাষা
স্বপ্ন ভরা খাম ।
 
-----------------  
 

 
বিবেকানন্দ নস্কর
 দঃ ২৪ পরগনা।

No comments:

Post a Comment