কবিতা ।। আলো ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। আলো ।। জয়শ্রী সরকার

       

    আলো

    জয়শ্রী সরকার


কবে যে জীবনের প্রথম পথচলা শুরু হয়েছিল
নিজেও জানি না, হয়তো তা ছিল নিজেরই অজান্তে।
তবে, যেদিন থেকে বুঝতে শিখেছি --- মানে বুঝেছি
একটা আলোর পিছনে মোহান্ধের মতো ছুটে চলেছি আমি, 
যে আলো প্রতিনিয়ত আমায় অগ্নিশুদ্ধ করে,
সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শেখায়।
যে আলোর বন্যায় স্নাত হয়ে অন্তর্দৃষ্টি দিয়ে আমি নিজেকেই দেখি
আর কাটাছেঁড়া করে নিয়ে পরিশুদ্ধ হই !
নেংটাপুটো সাহসী ছোট্ট ছেলেটার মতো বলতে পারি,
'রাজা, তোর কাপড় কোথায় ?'

আলো যেন একটা রূপক, জীবনের সদর্থক জ্যোতি।
এই আলোই প্রতিনিয়ত আমায় উজ্জীবিত করে, মননের আগল খুলে দেয়,
কোনো অবস্থাতেই আমি বিবেকশূন্য হই না;
তোষামুদে মই বেয়ে পরে ওঠার  স্বপ্নও দেখি না আমি।
তোমরা জানো? এই আলোকে আমি কী নামে ডাকি ? চেতনা !

*************************
 

 
জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬

No comments:

Post a Comment