কবিতা ।। ভাষার জন্য লড়াই ।। চিত্তরঞ্জন সাহা চিতু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। ভাষার জন্য লড়াই ।। চিত্তরঞ্জন সাহা চিতু

ভাষার জন্য লড়াই

চিত্তরঞ্জন সাহা চিতু

মুখের ভাষা বাংলা ভাষা মাকে ডাকি মা,
সারা বিশ্বে তোমার মাগো নেই তো তুলনা।
তোমার মুখের প্রথম ভাষা
আমার মনের সকল আশা
তোমার ভাষায় বলবো মাগো আমার মনের কথা,
এই ভাষাতেই জড়িয়ে আছে সকল স্বাধীনতা। 
এই ভাষাকে আনতে গিয়ে
তাজা বুকের রক্ত দিয়ে
রাজপথে সব লড়াই হলো করলো লড়াই কারা,
আমার মায়ের দামাল ছেলে রক্ত পলাশ যারা। 
তোমার ছেলে লড়াই করে
আনলো ভাষা ঘরে ঘরে
সেদিন থেকে শহীদ মিনার সাজাই ফুলে ফুলে,
বীর শহীদের ত্যাগের কথা যাইনি আজও ভুলে। 
 
++++++++++++++++++++++++++++++++
 
 চিত্তরঞ্জন সাহা চিতু
শহীদ আবুল কাশেম সড়ক,
বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।

No comments:

Post a Comment