ছড়া ।। আমার বাংলাদেশ ।। রেজাউল করিম রোমেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

ছড়া ।। আমার বাংলাদেশ ।। রেজাউল করিম রোমেল

আমার বাংলাদেশ

রেজাউল করিম রোমেল 


এই যে আমার বাংলাদেশ
সোনার বাংলাদেশ,
শস্য শ্যামল ফসলে ভরা
রূপের নেইকো শেষ।

এই দেশেতে জন্মে মাগো
ধন্য আমি ধন্য,
লাখ শহীদ রক্ত দিলো
এই দেশেরই জন্য।

এই দেশেতে পদ্মা মেঘনা
যমুনা বহমান,
রক্ত দিয়ে হলেও আমরা
রাখব দেশের মান।

----------------------------------------------------------
 

 
রেজাউল করিম রোমেল। 
চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি, 
যশোর, বাংলাদেশ। 

No comments:

Post a Comment