কবিতা ।। সূর্যমুখী তুমি ।। কাকলী দেব - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। সূর্যমুখী তুমি ।। কাকলী দেব

সূর্যমুখী তুমি

কাকলী দেব


সবাই আছে পথের পাশে, তুমিই কেবল রাজপ্রাসাদে !
কতকালের শিশির জমেছে তোমার বুকে ,
হাজার হাজার বছর আগের সেই ঠান্ডা হাওয়া 
ছুঁয়ে গেছে তোমার আত্মাকে !
তুমি ধরে রাখতে পেরেছ, সে নির্মল বাতাস !
যত্ন করে বুকের ভেতর, ঝিনুকের মত পরম আদরে।
তাই আজ, সমস্ত জঞ্জালের ভেতর  ফুটেছ তুমি, 
পদ্মপলাশ চোখ মেলেছ,  আবার এসেছ ফিরে।
তোমার চারপাশ ঘিরেছ স্বর্গীয় সেই অনুভবে 
যার নাম দিয়েছ, 'ভালবাসা'।
যে মাটির টানে , যে কৃষকের সন্ধানে এসেছিলে __
তারা তোমায় ফোটালো এমন করে !
কত শত বাতাস আসে, শূণ্য হাতে 
 সঠিক জমি আর কৃষকের অভাবে তারা  
র্জীণতায় শুকিয়ে মরে যেতে থাকে।

---------------------

     




No comments:

Post a Comment