কবিতা ।। ঘোর ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। ঘোর ।। নিরঞ্জন মণ্ডল

ঘোর

নিরঞ্জন মণ্ডল 

 
দোলের দোলা চোখের তারায়, বুকে আগুন বান
ভাবনা জুড়ে হচ্ছে সাকার দোল পরবের গান।
চৈতি সঙের তা-থৈ নাচের উঠছে ঘুঙুর বেজে,
কৃষ্ণচূড়ার রঙ হারা ডাল সবুজ পাতায় সেজে
ডাক দিয়েছে হাওয়ায় হাওয়ায়--জাগ রে বাউল জাগ
রক্ত-রঙিন ফুলের সাড়ায় এগিয়ে আসে ফাগ।
কোন পরানে ঘরের কোণে আধো ঘুমের ঘোরে
স্বপ্ন-হারা পাথর পারা অচল আছিস ওরে?

মনের টানে পথের পানে যেই মেলেছি চোখ
নরম স্বরে ডাকল সে এক রতনপুরের লোক।
বললে যেন ফিসফিসিয়ে--সঙ্গে এলে পর
তোমায় নিয়ে যেতেই পারি রূপসা নদীর চর।
ছলাৎ ছলাৎ নদীর জলে নীল আকাশের কায়া,
তীর ঘেঁষে তার নিটোল হরিৎ রতনপুরের মায়া
তোমার সরস কল্পনাতে তুলবে যখন ঢেউ
দেখবে তুমি সুরের দেশে, নেইকো পাশে কেউ।

চার দেয়ালের এড়িয়ে বাঁধন পেরিয়ে উঠোন যেই
পথের পাশে এলেম দেখি লোকটা সেথায় নেই!
মুচকি হাসে পথ কিনারের ধুসর বরণ ঘাস
শীতল হাওয়া ফুরফুরিয়ে ভরল চারিপাশ।
ডোবার পাশের শিরিষ ডালে একটা কাকের কা
চমকে দিলে পাতার আড়ের কাঠবেড়ালির গা।
পথের ধুলোয় ছড়িয়ে কিছু পায়ের নিশান বুঝি,
সে দিক পানে তাকিয়ে আকুল পথিক জনেই খুঁজি।
 
 ===========
 
নিরঞ্জন মণ্ডল
উত্তর 24 পরগণা।

No comments:

Post a Comment