কবিতা ।। স্বপ্ন নেমে এলো ।। আরতি মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। স্বপ্ন নেমে এলো ।। আরতি মিত্র



স্বপ্ন নেমে এলো

আরতি মিত্র



শ্বেতপাথরেের মন্দির যখন  দেখলাম 
স্বপ্ন নেমে এলো বাস্তবের সোপানে
 সুরের গগনে বাউলের একতারার তান
মোহময়ী  নদী যদি ফিরিয়ে দিলো 
কোন এক জাদুমন্ত্রে
শুকনো কাঁসাই হয়ে  উঠল স্রোতময়ী
দু'নয়ন ভরল কাজলে
ললাটে  আঁকল টিপ
 কপোল রাঙাল চুম্বনের পরশে
যখন স্বপ্ন নেমে বাস্তবের সোপানে এলো।

তখন একবারও মনে হয়নি 
আগামীতে এটা হবে পদ্মপাতায় জল।
বসে বসে শুধুই দেখলাম
একটার পর একটা পাপড়ি ঝরার খেলা
সুরভি ছড়াল না
আবেশের ছোঁয়া লাগল না প্রান্তরের ঘাসে,
এক ঝলক হাওয়া  সব এলোমেলো করেদিল
সেতারের ছিন্ন তার বেসুরো বাজল।

--------------------


No comments:

Post a Comment