কবিতা ।। তেইশে জানুয়ারি ।। সোমনাথ মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। তেইশে জানুয়ারি ।। সোমনাথ মুখার্জী

তেইশে জানুয়ারি

সোমনাথ মুখার্জী



পুড়ে যাচ্ছে দহনের তীব্রতায়
সময়ের গোপন পুঞ্জিভূত পাপাচার।
অনুষ্ঠানের নানান গূঢ় ফন্দি ফিকির
ভিন্ন মতবাদের চটুল মন্তব্য শর, অন্ধ ফেউ,
মুছে নেয় প্রাণিত স্বাধীন মূল্য।


তেইশে জানুয়ারি-
স্বপ্নে গড়া জীবনের অমূল‍্য ভাবাদর্শ
তোমার স্বপ্নদীপ্ত চোখে আগুনের দিশা।

তীব্র দহনে পুড়ে যাচ্ছে
সমকাল,
কালের ফল্গুজলে জীবনের বৈধ অনুতাপ।

==========


শ্রী সোমনাথ মুখার্জী 

৫৬১/সি,লেক ভিউ পার্ক রোড,বনহুগলী, সোলারিস ফেজ-১, টাওয়ার-১, ফ্ল্যাট নম্বর -১০০৫, কলকাতা-৭০০১০৮

No comments:

Post a Comment