ছড়া ।। ফাগুন ।। বদরুল বোরহান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

ছড়া ।। ফাগুন ।। বদরুল বোরহান

 

 ফাগুন 

 বদরুল বোরহান 


ফাগুন মাসে আগুন জ্বলে কৃষ্ণচূড়ার ডালে,
টুকটুকে লাল কে মাখালো কৃষ্ণচূড়ার গালে?
ফাগুন মাসে এই প্রকৃতি ফুলে ফুলে সাজে, 
লজ্জাবতি এই প্রকৃতি, যায় মরে সে লাজে।

প্রজাপতির পাখায় তখন রঙ বাহারি মেলা, 
গুনগুনাগুন ভোমরা এবং মৌমাছিদের খেলা।
ফাগুনে পাই বর্ণমালার বিশ্ব জয়ের গাথা,
বাংলা মায়ের শাড়ির আঁচল বর্ণমালায় পাতা।

ফাগুন এলে কোকিল ডাকে বর্ণমালার সুরে,
বর্ণমালার মিছিল-ব্যানার ওই দেখা যায় দূরে। 
ফাগুন জুড়ে বর্ণমালার আনন্দ উল্লাসে, 
পূণ্যময়ী বাংলা মায়ের মুখ খুশিতে হাসে।
 
                    -----------------
 
বদরুল বোরহান
বিল্ডিং নং-১, ফ্ল্যাট নং-৬০২
জাপান গার্ডেন সিটি
আদাবর, মোহাম্মদপুর         
ঢাকা-১২০৭

No comments:

Post a Comment