গল্প ।। নির্বাক ভালোবাসা ।। মেঘা চ্যাটার্জ্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

গল্প ।। নির্বাক ভালোবাসা ।। মেঘা চ্যাটার্জ্জী

নির্বাক ভালোবাসা

মেঘা চ্যাটার্জ্জী

    
        সকাল সকাল কুহুতান শুনে ঘুম ভাঙলো আবিরের। ঘড়িতে তখন ৬ টা বেজে ৩০ মিনিট হয়েছে। চোখ-মুখ ধুয়ে সে বাড়ির বাগানে গেল। প্রতিদিনের ন্যায় আজও গাছগুলোতে জল দিচ্ছে আবির। তারপর, অতি পছন্দের কৃষ্ণচূড়া গাছটির নীচে গিয়ে দাঁড়ালো সে। মনে পড়ে গেল অতীতের স্মৃতিগুলো, যা আজও তার হৃদয় জুড়ে আছে। 
        এমন‌ সময় হঠাৎ তার মোবাইল ফোনটা বেজে উঠল। 
- হ্যালো!
- হ্যালো স্যার, আমি পলাশ বলছি। স্যার, আজ আমি ছুটি নিতে চাই। 
- কেন? 
- স্যার, আজ তো ভ্যালেন্টাইন'স্ ডে। আজ রাহিকে নিয়ে না বেরলে আর রক্ষা থাকবে না। প্লিজ স্যার...
- ঠিক আছে, তোমাদের সম্পর্কের দীর্ঘায়ু কামনা করি।
- অসংখ্য ধন্যবাদ, স্যার‌।
        আবির মনে মনে ভাবলো যে, তার হিয়াকে সে আজ লাল গোলাপ দেবে। লাল গোলাপ যে তার হিয়ার খুব পছন্দের। বাগানের পুবদিকের লাল গোলাপের গাছ থেকে গোলাপ নিল সে। বেডরুমে এসে ভালোবাসার সহিত গোলাপটি সে তার হিয়াকে দিলো। হিয়ার ফটোর সামনে দাঁড়িয়ে সে বলল, "আজ প্রায় তিন বছর হয়ে গেছে তুমি নেই, কিন্তু আমি যে আজও প্রতিটা মুহুর্তে তোমায় অনুভব করি। তুমিও তো একদৃষ্টে তোমার আবিরের দিকে চেয়ে থাকো। তোমার এই নির্বাক ভালোবাসা নিয়েই জীবনের বাকি পথটা চলবো, হিয়া।" 
     চোখ ভরা জল নিয়ে আবির বলল, "শুধুমাত্র বিশেষ কোনো দিনে নয়, প্রতিদিন, প্রতি মূহুর্তে এভাবেই ভালোবাসা যায়।"
 
**********************
 
 
মেঘা চ্যাটার্জ্জী 
১১/এ, দক্ষিণ বেহালা রোড, সত্যনারায়ণ পল্লী, ঠাকুর পুকুর, কলকাতা।


No comments:

Post a Comment