কবিতা ।। ধাক্কা ।। অনিরুদ্ধ সুব্রত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। ধাক্কা ।। অনিরুদ্ধ সুব্রত

ধাক্কা

অনিরুদ্ধ সুব্রত


পিছিয়ে পড়ে, ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে
লোকটা, সে চিৎকার করে বলছে তবুও,
আমি আসলেই কোনো প্রতিযোগী নই
আমাকে গুনতির মধ্যে আনবেন না।

মানুষ কৌশল প্রিয়, লোকটা কি জানে না
মানুষকে দেখে দেখে--- সংলাপের অনুলিপি
অথচ মঞ্চে মুগ্ধ মানুষই দেয় অতিনাটকীয়
অভিধা, প্রত্যয়ে তাদের রক্তাভ হয় ঠোঁট।  

যে কোনো অবয়বকে প্রতিযোগী করে নিলে
বিস্তর সুবিধা, করা যায়--- অবহেলা অথবা ভয় 
অথচ বুঝে যাবে লোকটা, না-- এমন নয়
ঝাঁক দৌড়ের স্রোতে ফেলে, হোঁচট দেয়া যায় তাকে।

তবু পিছিয়ে পড়ে, ধুলো ঝেড়ে, উঠে দাঁড়িয়েছে
লোকটা, শোনো তার চিৎকার, কখনও তো
সকলেই ঠেলে চলে গেলে, সে তাকাবে পায়ে
সে অগুনতি যদিও, কিন্তু সব লেখা তার গায়ে।

     =========
                                          


No comments:

Post a Comment