কবিতা ।। বাংলা ভাষা ।। অনন্য বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। বাংলা ভাষা ।। অনন্য বন্দ্যোপাধ্যায়

  

বাংলাভাষা

অনন্য বন্দ্যোপাধ্যায়


যেখানেই কান পাতছি ---- তোমার সুর ।
যেখানেই চোখ মেলছি --- তোমার অনুপম লাবণ্য।
যেখানেই হাত রাখছি -- তোমার নিবিড় ছোঁয়া।


তোমারই নিবিড় স্পর্শ।
তোমারই নিবিড় পদছাপ ।
তোমারই নিবিড় আলিঙ্গন ।
আমার স্নায়ু অস্থি মজ্জায় অবিরাম প্রবাহিত হচ্ছো তুমি।

========================

অনন্য বন্দ্যোপাধ্যায়
লাভপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।
যোগাযোগ -- 7908600710

No comments:

Post a Comment