কবিতা ।। ইঁদুর দৌঁড় ।। প্রদীপ বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। ইঁদুর দৌঁড় ।। প্রদীপ বিশ্বাস

ইঁদুর দৌঁড়

প্রদীপ বিশ্বাস 


কালের প্রবাহ পথে বাধা বিঘ্ন শত 
আছে কত চড়াই উৎরাই 
তারই মাঝে ধীর লয়ে 
জীবন চলেছে বয়ে 
অন্তরালে অবিরত ঘটে চলেছে নিত্য 
যত্রতত্র হরহামেশাই
ইঁদুর দৌঁড় আর ইঁদুর লড়াই। 

পলে পলে অনুক্ষণ ছুটে চলেছে জীবন 
সময়ের অবকাশে নিরন্তর আশেপাশে 
পাওয়া না পাওয়ার কত হচ্ছে যাচাই 
জীবনটা শুধু যেন ইঁদুর লড়াই!

এই তো জীবনটা 
কিছু তার আছে মিঠা আর কিছু খাট্টা,
রেষারেষি দ্বেষাদ্বেষি কারো কম কারো বেশি 
কিসে যে হবে খুশি, পেতে চাই সবটা!

অবিরত ঘুরাঘুরি কত রকম কারিকুরি 
হাতে দিয়ে তিন তুড়ি দিবানিশি পায়চারি 
হরেদরে পুকুর চুরি 
কিনারা যার নাই। 
কারণটা অতি সোজা 
রাজাগজা দীন প্রজা সবারই জীবনে আছে 
ইঁদুর দৌঁড় আর ইঁদুর লড়াই! 

No comments:

Post a Comment