কবিতা ।। পরিপূরক ।। শংকর হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। পরিপূরক ।। শংকর হালদার

পরিপূরক 

শংকর হালদার 


শান্ত সকালে তুমি আর আমি
শিশির মাখায় গায় ,
শীর্ণ শীতের পরাধীন রোদ
আলতো আবীর গায় ।

একলা দুপুর তুমি আর আমি
বাউলের গান  শুনি,
বেদনার মেঘ চারিদিক ছায়
আলোর দিনগুনি ।

তুমি আর আমি শান্ত নদী
বহমান জীবন ধারা,
উতাল পাতাল বুকের ভিতর
গহন স্রোতে হারা । 

তুমি আর আমি একে অপরের
মিলনের গান গাই,
বিরহ বেদনা আজও দেয় উঁকি
ছবি এঁকে যাই ।

তুমি আর আমি জোয়ার ভাটা
জোয়ারে ফিরে আসি,
ভাটার টানে নিজেকে খুঁজি
একে অপরের ভালোবাসি ।

তুমি আর আমি সন্ধ্যা প্রদীপ
দু'জনে জ্বালাই আলো,
যেখানে আঁধার উঠুক জ্বলে
একে অপরের বেসেভালো ।

        _____________
 
শংকর হালদার
দাড়া, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, ৭৪৩৩৩৭ 

No comments:

Post a Comment