কবিতা ।। জলসা ।। সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। জলসা ।। সুনন্দ মন্ডল

        জলসা        

       সুনন্দ মন্ডল  


একদিন বড় জলসা হবে
অপেরার শো হবে।
ওদিকে জটলা নেমেছে
কলকাকলি রব সারা গাঁয়ে।

ঠান্ডা শীতল ছোঁয়া লাগে
মাঘের পারদ চড়ে।
হাত কেমন ফাঁকা ফাঁকা 
কেউই নেই ডানে-বাঁয়ে।

এরকম কিছু গল্প ভাঙা রোদ নেমে আসে
চড়ুইয়ের চোখে
আর জেগে থাকে 
স্বপ্ন মোড়া অভিলাষ।

একদিন জলসা হবে
একদিন অপেরার শো হবে।

ততদিনে মতো 
আজকের জলসা এখানেই শেষ হোক!
তবে...

=====================
 
      
 সুনন্দ মন্ডল 
কাঠিয়া, পাইকর, বীরভূম


No comments:

Post a Comment